শুদ্ধশপ

শুদ্ধশপ বাংলাদেশের কৃষক পর্যায় হতে প্রাকৃতিক ও নিরাপদ খাদ্যসামগ্রী সংগ্রহ করে সরাসরি ভোক্তাদের নিকট পৌঁছে দেয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে গঠিত ই -কমার্স প্লাটফর্ম। নিরাপদ খাদ্যসামগ্রী সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ খাদ্যসামগ্রী সরবরাহ আমাদের একমাত্র উদ্দেশ্য৷ আমাদের যাত্রার শুরু হয় ২০১৮ সালের ১২ই অক্টোবর, তখন থেকেই আমরা মূলত প্রাকৃতিক মধু নিয়ে কাজ করে আসছি। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে মধু সম্পর্কে বিদ্যমান ভ্রান্ত ধারণাগুলি দূরীকরণ এবং এ সম্পর্কে সঠিক তথ্যসমূহ পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এর পাশাপাশি অতি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, খুব শীঘ্রই আমাদের পণ্য তালিকায় নতুন আরও অনেক নিরাপদ খাদ্যসামগ্রী যুক্ত হবে আপনাদের জন্য।

ফাউন্ডার সম্পর্কে কিছু কথাঃ

আমার জন্ম এবং বেড়ে ওঠা ফকির লালন সাঁই এর শহর কুষ্টিয়াতে। বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এ হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগে এমবিএ তে অধ্যায়নরত আছি। ব্যাক্তিগতভাবে এদেশের কৃষি এবং কৃষকের প্রতি আমার খুবই টান কাজ করে। তাই এদেশের কৃষি এবং কৃষকের সাথে মিশে যেয়ে আপনাদের জন্য নিরাপদ খাদ্যসামগ্রী সরবরাহের লক্ষ্য নিয়ে আমার এই উদ্যোগটাকে অনেক দূরে নিয়ে যেতে চাই। আমি প্রত্যাশা রাখি, এই দীর্ঘপথ পাড়ি দিতে আপনাদের সবাইকে আমার পাশে পাব।

অসংখ্য ধন্যবাদ,
তুষার মাহমুদ
স্বত্বাধিকারীঃ শুদ্ধশপ